বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হবে

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে: চরমোনাই পীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম এক গণসমাবেশে বলেছেন, দেশের স্বৈরাচারী শাসন চিরতরে বন্ধ করার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি দাবি করেন জুলাই মাসে নিহত ও আহতদের রক্তের প্রতি সম্মান জানাতে এই পদক্ষেপ জরুরি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাইয়ের গণহত্যার বিচার করে পরবর্তী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

রেজাউল করীম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, যদি ক্ষমতালোভী রাজনীতিবিদরা নিজেদের না শোধরান, তাহলে জনগণ আগামী জাতীয় নির্বাচনেও তাদের প্রত্যাখ্যান করবে।

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তিনি আনোয়ার হোসেনের হাতে দলের প্রতীক 'হাতপাখা' তুলে দিয়ে সকলের কাছে তার জন্য কাজ করার আহ্বান জানান।

গণসমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামসহ অন্যান্য নেতারা। বক্তারা তাদের বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিগুলো পুনরায় তুলে ধরেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের