
চীন ২০২৫ সালে প্রায় ৩ কোটি ২৩ লাখ যানবাহন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। শনিবার দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ আটটি দপ্তরের উদ্যোগে যৌথভাবে প্রকাশিত পরিকল্পনায় এ লক্ষ্য ঘোষণা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, ২৫টি শহরকে সরকারি খাতে যানবাহন বিদ্যুতায়নের পাইলট সিটি হিসেবে নির্ধারণ, যা ৭ লাখেরও বেশি নতুন জ্বালানি বাস ও লজিস্টিক যান যোগ করবে।
এছাড়া, গ্রামীণ এলাকায় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ, চার্জিং ও ব্যাটারি বদলের অবকাঠামো উন্নয়ন, কর ছাড়, গাড়ি বদল নীতি বাস্তবায়ন এবং ব্যবহৃত গাড়ির বাজার সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম