বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

১৬ বছর বয়সেই বিশ্বকাপে বাজিমাত করলেন চীনা কিশোরী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
১৬ বছর বয়সেই বিশ্বকাপে বাজিমাত করলেন চীনা কিশোরী

মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব শ্যুটিং অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছেন চীনের পেং শিনলু। রোববার নিংবোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপের নারী ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি শুধু স্বর্ণ জেতেননি, একইসাথে বিশ্ব এবং জুনিয়র উভয় রেকর্ড ভেঙেছেন।

ফাইনালে পেং ২৫৫.৩ পয়েন্ট স্কোর করেন, যা এপ্রিলের লিমা বিশ্বকাপে চীনেরই ওয়াং চিফেই-এর করা ২৫৪.৮ পয়েন্টের আগের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে যায়। এটি ছিল পেং-এর প্রথম বিশ্বকাপ এবং এতে তিনি দুটি পদক জিতেছেন। এর আগে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন শেং লিহাও-এর সাথে জুটি বেঁধে মিশ্র দল ইভেন্টে রৌপ্য পদক জিতেছিলেন, যেখানে তারা ৬৩৬.৯ স্কোর করে নতুন যোগ্যতা অর্জনকারী বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

নিংবো বিশ্বকাপ শেষে পদক তালিকায় চীন তিনটি স্বর্ণ, চারটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ নিয়ে শীর্ষস্থান দখল করেছে। নরওয়ে দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া তৃতীয় স্থান অর্জন করেছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের