স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে, তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাগ্যের উন্নয়ন ও দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নে এখন প্রয়োজন ইসলামী সরকার; যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে ভয়-হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে হিন্দুরা আর ভয় পাবে না। হিন্দুদের বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।’
শুক্রবার খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখা আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ডুমুরিয়া-ফুলতলা এলাকায় একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর ব্যাপক অন্যায় অত্যাচার করেছে। বাধ্য হয়ে তারা জামায়াতে ইসলামী হিন্দু শাখা গঠন করেছে। এ কারণে জামায়াত তাদের পাশে দাঁড়িয়েছে। এছাড়া গত ৫০ বছরে জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। এলাকার কোনো উন্নয়ন হয়নি। দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দুরা ভালো থাকবে এবং এলাকার উন্নয়ন হবে।
গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমানে ডুমুরিয়াতে সরকারি নদী, খাল অবৈধ দখলের স্বর্গরাজ্যে পরিণত করেছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে এলাকার জলাবদ্ধতা নিরসনসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা হবে।
সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামী হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দীর সভাপতিত্ব করেন। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আবুল খায়ের, ডুমুরিয়া হিন্দু শাখার সহসভাপতি ডা. হরিদাস মণ্ডল, ডা. নিত্যরঞ্জন রায়, শ্রীমতি প্রিয়াংকা, গৌতম কুমার মণ্ডল প্রমুখ। সম্মেলন শেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি র্যালি বের হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

