বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উপর ভিন্ন দেশের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণেই জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভালবাসা ও ভোটে জামায়াত সরকার গঠন করতে পারলে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত স্বাধীন স্বনির্ভর একটি দেশ, যেখানে সমান অধিকার নিশ্চিত থাকবে সব নাগরিকের।’
আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে একথা বলেন তিনি।
এর আগে সকালে সদরপুরের তিনি জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশের সব শ্রেণির মানুষ শতভাগ নিরাপত্তা ভোগ করতে পারবে। দেশে যখন হাসিনা ক্ষমতায় ছিলো তখন দেশের হিন্দুরা ঠিক ভাবে তাদের পূর্জা করতে পারেনি, তাদের প্রতিটা উৎসবেই হামলা-ভাঙচুর হয়েছে। এখন দেখুন হাসিনার বিদায়ের পর দুর্গা পূজায় দেশে কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এই নির্বাচন আদশির্ক পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার নির্বাচন। এ নির্বাচন আধিপত্যবাদ শক্তির হাত থেকে দেশকে সম্পূর্ণরূপে স্বাধীন সার্বভৌমত্ব মুক্ত করে মাথা উঁচু করার নির্বাচন। দেশে জামায়াতের গণজুয়ার সৃষ্টি হয়েছে, হামলা করে এই গণজুয়াড়কে বাধাগ্রস্ত করতে পারবেন না।’
তিনি তার দলের কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাহারা দেবেন, ভোট চুরি-ডাকাতির জন্য নয়, যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দু হাত নিয়ে আসবে, আপনারও দুই হাত আছে তারা যেন ভোট চুরি করে দু’হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে। আমরা জীবন বাজি রেখে এ পর্যন্ত এসেছি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

