প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫,

১৪ পৌষ ১৪৩২

Radio Today News

প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১০, ২৮ ডিসেম্বর ২০২৫

Google News
প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

২০০৮ সালে নির্বাচন সামনে রেখে গুলশান কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। ফলে সশরীরে এই কার্যালয়ে এটিই তার প্রথম সফর। গুলশান কার্যালয়ে তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেছেন নেতারা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশান কার্যালয়ে পৌঁছান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতা-কর্মীরা তাকে স্বাগতম জানান।

এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। আলোচনা হয় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়েও। 

এদিকে নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আমির খসরু বলেন, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরের সফর করবেন বলেও জানান তিনি।

দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে জানান দলের নেতারা।

এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেন তিনি। গত তিন দিনে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা, এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত, সাভারে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো, শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করা, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী ও পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করাসহ ব্যস্ত সময় কাটিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের