‘প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না

রোববার,

১১ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

রোববার,

১১ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

Radio Today News

‘প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৯, ১০ জানুয়ারি ২০২৬

Google News
‘প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না

যারা চাঁদাবাজি, দখলবাজি করবে বিএনপিতে তাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘৭ হাজার বহিষ্কার হয়েছে, প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে। তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না।’

আজ (শনিবার, ১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘সবার আগে বাংলাদেশ স্লোগানের আদর্শে আগামীর বাংলাদেশ চলবে। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারবে না। অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশ চলবে না। সবকিছুতে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে আড়াই হাজার টাকা করে দেয়া হবে। বিএনপি দেশের গণতন্ত্রের মুক্তি শুধু নয়, অর্থনৈতিক উন্নয়নেরও কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে রেখে বিনা চিকিৎসায় স্বৈরাচারী সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবুও তিনি আপস করেন নি। হাসিনাসহ যারা আজ ধর্মের নামে ব্যবসা করছে প্রত্যেকেই এরশাদের সঙ্গে হাত মিলিয়ে আপস করেছিল। বেগম জিয়া আপস করেননি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের