শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।’
কর্মসূচিতে ১৯ জানুয়ারি বেলা ১১টায় দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবে দলটি।
এরপর ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে আলোচনা সভার আয়োজন করা হবে।
আলোচনা সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া এদিন জেলা উপজেলাসহ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

