শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের যাত্রীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৫৮, ১৮ নভেম্বর ২০২১

Google News
সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের যাত্রীরা

সংগৃহীত ছবি

ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইটের যাত্রীরা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বিমানের সামনের একটি চাকা ফেটে যায়।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে। 

আজ সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে নভোএয়ারের একটি ফ্লাইট। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয়। ফ্লাইটে ৬৭জন জন যাত্রী ছিলেন। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান। তাড়াহুড়ো করতে গিয়ে ৯ যাত্রী সামান্য আহত হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামত করার কাজ করছেন কর্তৃপক্ষ। এ কারণে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে বন্দরটিতে। 

ঢাকা থেকে আসা ওই বিমানের যাত্রী আজিজুর রহমান দুলু জানান, 'অবতরণের সময় বিমানের চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ক্ষতি হয়নি। নিরাপদে নামতে পেরেছি আমরা।' 

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, 'রানওয়েতে বিমানটি রয়েছে। যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। চাকাটি ঠিক করার কাজ চলছে।'

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের