শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

জগন্নাথ হলে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার:

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ মে ২০২২

আপডেট: ০৫:৫৮, ১৬ মে ২০২২

Google News
জগন্নাথ হলে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলে প্রদীপ প্রজ্জ্বলন, পূজা-প্রার্থনার মধ্য দিয়ে   বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছে।
 
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের আয়োজনে’ হল উপাসনালয়ে বুদ্ধ পূর্ণিমা'র তাৎপর্য আলোচনার আয়োজন করা হয়। এসময় দেশ এবং সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করা হয়৷

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ -এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।

অনুষ্ঠানে বুদ্ধ পূর্ণিমা'র তাৎপর্য নিয়ে ধর্মদেশনা প্রদান করেন পূজনীয় ভিক্ষু স্বরূপান্দ ভান্তে এবং বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পালি এন্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া, ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক বিপাশা বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নয়ন বড়ুয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুদ্ধ প্রতিবিম্ব স্থাপনার দাতা এবং উদ্যোক্তা মি. স্বপন বড়ুয়া চৌধুরী, জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি কাজল দাস,  সাধারণ সম্পাদক অতনু বর্মন, বৌদ্ধ ছাত্র সংসদ-(ডাবসু) সভাপতি প্রান্ত বড়ুয়া প্রমুখ। হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মিহির লাল সাহা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন৷  

রেডিওটুডে নিউজ/ইআ

ইমদাদুল আজাদ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের