মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৬ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

ভয় পেলে তা থেকে মুক্তি পাওয়ার দোয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪০, ১৮ অক্টোবর ২০২২

Google News
ভয় পেলে তা থেকে মুক্তি পাওয়ার দোয়া

ভয় পেলে মনে সাহস রেখে ইসলামিক বিধান অনুযায়ী তা নিবারনের চেষ্টা করুন।
কখনো কোনভাবে ভয় পেলে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনার বিকল্প নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শত্রু হতে ভয় পেলে আল্লাহর কাছে অনিষ্টতা থেকে আশ্রয় চাইতেন। যখন কেউ কোন কিছু নিয়ে ভয় ভীতি অনুভব করবে তখন নবীজি (সা :) এর শেখানো দোয়ায় উম্মাতের জন্য বিশেষভাবে প্রযোজ্য।

 দোয়াটি নিম্নরূপ :

 উচ্চারণ =  আল্লাহুম্মা ইন্না নাঝআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং  শুরু রিহিম।
অর্থ = হে আল্লাহ আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমি তাদের দমন কর আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। (আবু দাউদ, নাসাঈ, মিশকাত )।

নিরাপরাধ ও ন্যায়বান মানুষকে আল্লাহ সর্বদা সকল বিপদ ও ভয় থেকে উদ্ধার ও আশ্রয় দান করেন।

এছাড়াও আল্লাহর কাছে রাতে ভয় দূরীকরনের জন্য একাধিক দোয়া পড়ে একটি সুন্দর ঘুম দিতে পারি আমরা।

 রাতের ভয় দূরীকরণের দোয়া:

উচ্চারণ = আউযু বিকালীমাতিল্লাহিত তাম্মতি মিন গাদাবিহী ওয়া ইকাবিহী ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আই ইয়াহদুরুন।
অর্থ = আমি আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের উসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা এবং আমার কাছে ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি )।

আল্লাহ তায়ালা মহাবিশ্বের সকল মুসলিমদেরকে ভয়-ভীতি,অনিষ্ট,দুঃখ সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে মুক্ত থাকতে হাদিসের বা শরীয়তের দিকনির্দেশনা ও দোয়া পড়ার তৌফিক দান করুন।
(আমীন )।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের