
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের পাহাড় সমান ২০৬ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের।
সোমবার (১৯ মে) টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ২৫ বলে ফিফটি তুলে নেন এই বাঁ-হাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন লিটন কুমার দাস। তবে ফিফটির পর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৩ বলে ৫৯ রান করে ক্যাচ আউট হন তিনি। এদিন ফিফটি তুলতে পারেননি লিটন। ৩২ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার অধিনায়ক।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১৯ বলে ২৭ রান করে ক্যাচ আউট হন এই বাঁ-হাতি ব্যাটার। তবে অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন হৃদয়।
পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দিয়ে দ্রুত রান তুলতে থাকেন জাকের আলীও। কিন্তু ৬ বলে ১৮ রান করে মিড অফে ক্যাচ আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। পরের ওভারেই ২৪ বলে ৪৫ রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয়ও।
ততক্ষণে ২০০ রানের কোটা পর করে ফেলেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শামীম হোসেনের ৬ রান ও রিশাদের ২ রানে ভর করে ২০৫ রানের বড় পুঁজি পায় টাইগাররা।
আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ। এ ছাড়াও সগীর খান নেন দুটি উইকেট।
রেডিওটুডে নিউজ/আনাম