মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবার,

২০ মে ২০২৫,

৫ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে : হাসনাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১৯ মে ২০২৫

আপডেট: ২২:০৭, ১৯ মে ২০২৫

Google News
দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না। বেইনসাফি কইরেন না

সোমবার (১৯ মে) রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কন্ঠ মিলাবে। 

তিনি আরও লেখেন, তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।

এসময় তিনি তার ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করেন সেখানে দেখা যায় আন্দোলেন সময় ফ্যাসিস্টদের হামলায় আহত হয়ে মুখ বেয়ে রক্ত ঝরছে আসিফ মাহমুদের এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন একজনের কোলে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের