শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

রমজান মাসে সেহরি ও ইফতারের গুরুত্ব

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৯, ২৩ মার্চ ২০২৩

Google News
রমজান মাসে সেহরি ও ইফতারের গুরুত্ব

রমজান মাসে সেহরি ও ইফতারের গুরুত্ব

ইসলামিক শরীয়ত মোতাবেক বিশ্বের সকল মুসলিম সুস্থ সবল মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। ইতোমধ্যেই বিভিন্ন দেশে আজকে প্রথম সিয়াম পালন শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে বাংলাদেশসহ আরও বিভিন্ন দেশে রোজা শুরু হবে। রমজান মাসে ফজরের আগে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু করা হয় এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি ঘটে। মুসলিম রোজাদারদের জন্য রোজার সময় সেহরি ও ইফতার করা খুবই গুরুত্বপূর্ণ।

চলুন তাহলে আসা যাক সেহরি এবং ইফতারের পূর্বের পাঠ করা দোয়া সম্পর্কে :

১. সেহরি : সাওম কিংবা রোজা পালনের জন্য ফজরের নামাজ এর পূর্বে যে খাবার গ্রহণ করা হয় রোজার উদ্দেশ্যে সেটিকে সেহরি বলা হয়। সেহরি খাওয়ার পরপরই রোজা রাখার নিয়ত করতে হয়।
সেহেরির পর রোজা রাখার নিয়ত :

উচ্চারণ -- নাওয়াইতুয়ান আছুমা গদাম মিং সাহরি রমাদানাল মুবারকি ফারদল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্কাব্বাল মিন্নি ইন্নাকা আংতাস সামিউল আলিম।

অর্থ -- হে আল্লাহ, পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্ব জ্ঞানী।

২. ইফতার : ইফতারের পূর্বে ইফতার সামনে নিয়ে পড়তে হয় ইফতারির দোয়া।

ইফতারের পূর্বের দোয়া :

উচ্চারণ --- আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ ---  হে আল্লাহ, আমি তোমারি সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। এবং তোমারি দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। 

মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম বান্দাদের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের পূর্বে উল্লেখিত দোয়া পাঠের তাওফিক দান করুন।
(আমিন )

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের