মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

২৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

Google News
২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা

২০২৪-২০২৫ অর্থবছরে অসহায় দরিদ্র ৬০০ জন ইমাম মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা এবং ৪ হাজার ৬২০ জনকে ৫ হাজার টাকা হারে মোট ২ কোটি ৩১ লাখ টাকা অনুদান প্রদান করবে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের সমাজ সংস্কারে আলেম সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সরকারের অগ্রাধিকার এবং সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা সমাধানে আলেমরাই সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময়োপযোগী পদক্ষেপ, যা জনবান্ধব এবং আগামীতে এর কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি ও তাদের জন্য পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা হারে ১৪ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া, উদ্যোক্তা হিসেবে ৭ জনকে ২০ হাজার টাকা করে, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে, এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, এবং আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের