
এডাম গিলক্রিস্ট
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। আসছে অক্টোবরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসির মেগা ইভেন্ট। আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে তুমুল আগ্রহ আর উদ্দীপনা। এর ব্যতিক্রম নন সাবেক কিংবদন্তী ক্রিকেট তারকারাও। নিজেদের মত প্রকাশের পাশাপাশি তারা বিভিন্ন ভবিষ্যদ্বাণীও করছেন।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত বিশ্বকাপে কোন চার দল খেলবে সেমিফাইনাল তা নিয়ে নিজের মতামত দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী উইকেটরক্ষক এবং ব্যাটার এডাম গিলক্রিস্ট।
ভারত বিশ্বকাপকে সামনে রেখে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার(পিটিআই) সঙ্গে কথা বলেছেন গিলক্রিস্ট। আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে।
সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার বলেন, "এবারের বিশ্বকাপে অসাধারণ কিছু ম্যাচের সাক্ষী হতে চলেছি আমরা। ভারত নিজেদের দেশের মাটিতে খেলবে। চেনা পরিবেশ, চেনা সমর্থকদের সমর্থন পাবে সবসময়।"
ভারত বিশ্বকাপে কোন চার দল এবার সেমিফাইনালে খেলবেন তা নিয়ে গিলক্রিস্ট বলেন, "আমার মনে হয় এবারের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল খেলবে। অন্য দুটো দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া হতে পারে।"
কিংবদন্তী এই ক্রিকেটার নিজের দেশ প্রসঙ্গে বলেন, "বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে যেহেতু আমাদের পূর্ণশক্তির দল থাকবে, তাই ভারতের কন্ডিশন সম্পর্কে তারা অনেক কিছুই জানতে পারবে।"
রেডিওটুডে নিউজ/এসবি