শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর নেপাল কোচের পদত্যাগ

রেডিওটুডে স্পোর্টস

প্রকাশিত: ০৫:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৫:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২২

Google News
বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর নেপাল কোচের পদত্যাগ

নেপাল নারী দলের কোচ কুমার থাপা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি জিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার আনন্দে মেতেছে সাবিনা-কৃষ্ণারা।

তবে এই হারের ধাক্কা সামলাতে না পেরে পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়াতেই পদ ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।

ফাইনালের আগে নেপালকে শিরোপা এনে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নেপাল কোচ কুমার থাপা। বলেছিলেন, এবার আর সুযোগ নষ্ট করতে চান না তারা। তবে সেই কথা রাখতে পারেনি কুমার থাপার দল।

হারের পর নিজের পদত্যাগের ঘোষণা দিতেও তাই দেরি করলেন না তিনি। সরে যাওয়ার ঘোষণা দিয়ে কুমার থাপা বলেছেন, আমি নেপাল জাতীয় নারী দলের কোচ থেকে পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তবে আর আগানো উচিত নয়। অন্যদের এখন সুযোগ দেওয়া উচিত। দলে পদ আঁকড়ে পড়ে থাকা ভালো নয়।

তিনি আরও বলেছেন, প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের