
সংগৃহিত ছবি
ভারতের দেয়া ১৯২ জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় কেন উইলিয়ামসনরা। ৬৬ রানে বড় জয় পায় ভারত।
ভুবনেশ্বরের বলে শূন্য রানে ফিরেন ওপেনার ফিন অ্যালেন। পাঁচ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৫ রানে এক উইকেট।
এরপর ক্রমাগত উইকেট হারাতে থাকা কিউইরা ১৮ ওভারেই গুটিয়ে যায়। ভারতের বোলারদের পক্ষে দীপক হুদা চারটি এবং চাহাল ও সিরাজ ২টি করে উইকেট শিকার করেছেন।
রেডিওটুডে নিউজ/এসবি