শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

জাতীয় দলে ডাক পেয়ে চাকরি ছাড়লেন রাহবার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ আগস্ট ২০২১

আপডেট: ১৯:৪৪, ২৬ আগস্ট ২০২১

Google News
জাতীয় দলে ডাক পেয়ে চাকরি ছাড়লেন রাহবার

পরিবারের সঙ্গে ফুটবলার রাহবার

দেশের ফুটবলাঙ্গনে প্রবাসী ফুটবলারদের নিয়ে  উচ্ছ্বাসের কমতি নেই। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া তো এখন দলের অধিনায়ক আর তারিক কাজী জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন। বাংলাদেশ কোচ জেমি ডে’র নজরেও ছিলেন বেশ কয়েকজন প্রবাসী।

এই ইংলিশ কোচ এবার দুই প্রবাসীকে একেবারে জাতীয় দলে ডেকেছেন। তাদের মধ্যে অন্যতম কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। কানাডার সেমি প্রফেশনাল লীগে নর্থ সকার ক্লাবের হয়ে খেলেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।

আর ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম খেলেন ফরাসি পঞ্চম স্তরের লীগে। ১৮ বছর বয়সী তাহমিদও মিডফিল্ডার। তাহমিদকে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও খেলানোর আশা জেমি ডে’র। মূলত তাদের দুজনকে পরখ করে দেখার জন্য বাংলাদেশ কোচ রাহবার ও তাহমিদকে জাতীয় দলে ডেকেছেন । আন্তর্জাতিক ফুটবলে কেমন করেন সেটা দেখতেই কিরগিজস্তান সফরে দলের সঙ্গী হচ্ছেন রাহবার ও তাহমিদ।

রাহবার ওয়াহেদ সেন্টার মিডফিল্ডার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারদর্শী। ফ্রিকিকেও দারুণ দক্ষতার ছাপ রেখেছেন। কানাডায় স্পোর্টস অ্যান্ড অ্যাডুকেশনের ওপর স্কলারশিপ নিয়ে পড়াশুনার পাশপাশি একটি চাকরিও করতেন সেহরান। জাতীয় দলে ডাক পাওয়ার পর দিনই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। জাতীয় দলের সঙ্গে যোগ দিতে কানাডা থেকে কিরগিজস্তান যাবেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে তুলতে বিভোর রাহবার এজন্য ছেড়ে দিয়েছেন চাকরি।

স্বাগতিক কিরগিজস্তান ও ফিলিস্তিনের পাশাপাশি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও খেলবে বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের