
সংগৃহীত ছবি
খুলনা টাইগার্সের দেওয়া বিশাল সংগ্রহ তাড়া করতে গিয়ে ২২ রানের মধ্যেই দুই ব্যাটারকে হারায় কুমিল্লা। চোট পেয়ে লিটন দাস ৪ রানে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন ইমরুল কায়েস ফেরেন ৫ রান করে। এরপর তৃতীয় উইকেটে ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর চার্লসের ১২২ রানের জুটিতে কুমিল্লার জয়ের ভীত গড়ে দেন দুইজন।
মোহাম্মদ রিজওয়ান ৮ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে সাজঘরে ফিরেন। তবে খুলনার বোলারদের উপর ঝড়ো ব্যাটিং চালান চার্লস। ১০৭ রানের ইনিংসে ৫টি চারের সঙ্গে ১১টি ছক্কার মার ছিল। ক্যারিবিয়ান এই ব্যাটারের নৈপুণ্যেই ৭ উইকেটের বড় জয় পায় কুমিল্লা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে তামিম ও শেই হোপের ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স।
খুলনার হয়ে ওপেনিং করেতে নামা মাহমুদ জয় দলীয় ১৩ রানে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে খুলনার অধিনায়ক হোপ এবং তামিম গড়েছেন রেকর্ড ১৮৪ রানের জুটি। যা চলতি আসরে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
তামিম ইকবাল ৬১ বলে ৯৫ রান সংগ্রহ করেছেন। আর শাই হোপ ৯১ রান সংগ্রহ করেছেন। দুজনের ব্যাটিংয়েই মূলত বড় সংগ্রহ পায় খুলনা টাইগারস।
রেডিওটুডে নিউজ/এসবি