শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

নেইমার জাদুতে আবারো জয়ী ব্রাজিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৯, ৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২২:৪২, ৩ সেপ্টেম্বর ২০২১

Google News
নেইমার জাদুতে আবারো জয়ী ব্রাজিল

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে এক ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই একাধিক গোল করেছিল ব্রাজিল। তবে নিয়মিত একাদশের বেশ কিছু খেলোয়াড়কে না পাওয়ায় কোচ তিতের কাজটা অতো সহজ হয়নি আজকের ম্যাচে। জিততে হয়েছে ন্যুনতম ব্যবধানেই। শুরুতে বলের দখলে এগিয়ে থাকলেও ম্যাচের বয়স বাড়তেই চিলি চাপ বাড়াচ্ছিল ব্রাজিলের ওপর। বিরতিতে যখন গোলহীনভাবে যাচ্ছে দুই দল, তখন বলের দখলে পিছিয়েই পড়েছিল ব্রাজিল।

কনমেবল বাছাইয়ের শীর্ষে থাকা ব্রাজিল সেই শীর্ষস্থান ধরে রাখার মিশনে আছে ভালোভাবেই। চিলিকে তাদেরই মাটিতে হারিয়েছে ১-০ গোলে। তাতে কনমেবল বাছাইপর্বে ব্রাজিল নিজেদের সাত ম্যাচের সাতটিতেই জিতল। রইলো বাছাইপর্বের শীর্ষেও।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে এদিন কোচ তিতে নামিয়ে দিয়েছিলেন প্রথম একাদশে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্রাজিলের প্রথম একাদশের হয়ে খেলতে নেমে অবশ্য খুব একটা আশা দেখাতে পারেননি দলকে। তাই তাকে ব্রাজিল কোচ তুলে নিয়েছেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। তার জায়গাতে মাঠে নামেন এভারটন রিবেইরো। সেই রিবেইরোই করলেন দলের একমাত্র গোলটা। 

৬২ মিনিটে তিনিই বল বাড়িয়েছিলেন নেইমারকে। কিন্তু পিএসজি তারকার শটটা ঠেকিয়ে দেন চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো, তবে ফেরাতে পারেননি রিবেইরোর ফিরতি চেষ্টাটা। ফাঁকা জালেই বল জড়িয়ে দেন রিবেইরো। তাতে দল এগিয়ে যায় ১-০ গোলে।

রেডিওটুডে নিউজ/এসআই/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের