
সাকিবের ব্যাটে এসেছে ৮৯ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস
সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ করেছে বাংলাদেশ।
সাকিব খেলেছেন ৮৯ বলে ৯৩ রানের ইনিংস আর তৌহিদ নিজের অভিষেক ম্যাচে করেছেন ৮৫ বলে ৯২ রান। এছাড়া ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এতেই আইরিশদের ৩৩৯ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে টাইগাররা।
আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে গ্রাহাম হিউম সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন।
রেডিওটুডে নিউজ/এসবি