
অপরাজিত সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেছেন তামিম ইকবাল
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শেষে আজ আবারও মাঠে নেমেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ঢাকায় ফিরেই এদিন ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন দেশসেরা ওপেনার।
নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক অধিনায়ক। জাতীয় দলের খেলা না থাকায় বাংলাদেশ ন্যাশনাল টিমের একাধিক ক্রিকেটার খেলেছেন দুই দলে।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, রেজাউর রহমান রাজাদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংক ইনিংসের শুরু থেকেই মোহামেডানকে চেপে ধরে। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৪২ ওভারে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। সর্বোচ্চ ৪১ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। নাসির শিকার করেন ৩টি উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের অপরাজিত ১০৯ রানের কল্যাণে সহজেই জয় পায় প্রাইম ব্যাংক। ৭ উইকেট হাতে রেখে ৪৩তম ওভারে জয়ের বন্দরে পৌঁছায় মুশফিকরা। একই সঙ্গে তামিম তুলে নিয়েছেন নিজের লিস্ট 'এ' ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরি।
রেডিওটুডে নিউজ/এসবি