দশ উইকেটের বড় জয় পেয়েছে আবাহনী
ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরে রীতিমত উড়েই চলেছে আবাহনী। এবারের আসরে আজকের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে আকাশী-নীলরা। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনদ ও স্পিনার তানভীর ইসলামের বোলিং তোপে আর এনামুল হক বিজয়ের ঝড়ো ইনিংসের কল্যাণে ১০ উইকেটের জয় পেয়েছে আবাহনী। আর এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে দলটি।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী বোলারদের তোপের মুখে পড়ে রূপগঞ্জ টাইগার্স।
রূপগঞ্জ ব্যাটারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অধিনায়ক নাইম ইসলাম। ৬০ বলে ৩৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া ভারতীয় ব্যাটার অঙ্কিত বাওনে করেন ২১ রান। শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। আবাহনীর পক্ষে তিন উইকেট শিকার করেন তানভির। আর দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন, সাকিব ও রাকিবুল।
মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে জয় তুলে নেয় আবাহনী। ওপেনার এনামুল হক বিজয় আরভনাঈম শেখের দুর্দান্ত ওপেনিং জুটিতে কোন উইকেট না হারিয়েই জয় তুলে নেয় আকাশী-নীল জার্সিধারীরা।
৬৩ বল খেলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮০ রান নিয়ে অপরাজিত থাকেন বিজয়। আর নাঈমের ব্যাট থেকে আসে ৫২ বলে ৪৩ রান। এতেই ১০ উইকেটের বড় জয় পায় আবাহনী।
রেডিওটুডে নিউজ/এসবি

