শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২১

Google News
টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান

সংগৃহীত ছবি

আইপিএল খেলতে নামার আগে সাকিব আল হাসান আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন। তবে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান সুখবর পেয়েছেন বোলিং র‌্যাংকিংয়ে।

এক নম্বরে উঠে গেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি, সাকিব নেমে গেছেন দুইয়ে। অন্যদিকে ‘দ্য ফিজ’ বোলিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দশ থেকে আট নম্বরে চলে এসেছেন। সাকিব আছেন বোলিং তালিকার নয়ে।

মূল্যবান ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে বড় ধাক্কাই খেয়েছেন সাকিব। তাঁর পয়েন্ট এখন ২৭৫।

সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি। অর্থাৎ, ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। এই র‌্যাংকিংয়ে দশ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বোলিং র‌্যাংকিংয়ে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া নাসুম ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।

অন্যদিকে চার ধাপ এগিয়ে টাইগার অফস্পিনার শেখ মেহেদি হাসান এখন ২০তম অবস্থানে।

রেডিওটুডে নিউজ/এসবি/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের