বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপায় চোখ জামাল ভূঁইয়ার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০০:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২১

Google News
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপায় চোখ জামাল ভূঁইয়ার

জামাল ভূঁইয়া (ফাইল ছবি)

আসছে ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দেশের ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে আকষর্ণীয় এই টুর্নামেন্টে খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এ উপলক্ষ্যে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাফুফে। সংবাদ সম্মেলনে সাফের শিরোপার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মালদ্বীপে ভালো কিছু করতে চাই। নিজেদের সেরা ফুটবলটা খেলে ফাইনালে ট্রফি স্পর্শ করতে চাই।”

তিন বার গ্রুপ পর্বে বিদায় নেয়া বাংলাদেশ এবার স্বপ্ন ফাইনাল খেলার। এই প্রসঙ্গে জামালের বক্তব্য, ‘আমরা সঠিক অনুশীলন করেছি এবং ভালো ছন্দে আছি। আশা করি ভালো কিছু নিয়েই দেশে ফিরতে পারব।”

এদিকে জাতীয় দলের নতুন কোচ অস্কার সরাসরি বলেছেন তিনি ৪-৩-৩ ছকে খেলাতে চান। আর মাত্র এক সপ্তাহের কম সময়ে অস্কারের এই কৌশল রপ্ত করতে সমস্যা হয়নি বলে জানান জামাল।

তিনি বলেন, “জেমি ৩-৪-৩ এ খেলাতেন। বাংলাদেশের অধিকাংশ ক্লাব ৪-৩-৩ এ খেলে। নতুন কোচও সেটি খেলাতে চাইছেন। ফলে আশা করি কোনো সমস্যা হবে না।”

উল্লেখ্য, ২০১৩ সালে সাফ টুর্ণামেন্ট দিয়েই অভিষেক হয় জামালের। এখন পর্যন্ত তিনটি সাফ খেলেছেন তিনি, তিনটিতেই গ্রুপ পর্বে বিদায় নিয়েছে বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের