রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৫, ১৮ নভেম্বর ২০২৩

Google News
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

ইনজুরিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।  পারিবারিক কারণে ছুটি চেয়েছেন সহ-অধিনায়ক লিটন দাস।

তাই নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক ঠিক করতেই নানা ঝামেলায় পড়তে হয়েছে বিসিবিকে। দিনশেষে অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

আজ সংবাদমাধ্যমে বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করবেন শান্ত। ’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।

এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রবেশ করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে অংশ নিতে ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশে আসার কথা কিউইদের। জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের জন্য আজই দল ঘোষণা করবে বিসিবি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের