বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

নামিবিয়াকে সাত উইকেটে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১২, ১৯ অক্টোবর ২০২১

আপডেট: ০৫:১৫, ১৯ অক্টোবর ২০২১

Google News
নামিবিয়াকে সাত উইকেটে হারালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা সাত উইকেটে জয়ী

টি-টোয়েন্টি  বিশ্বকাপের বাছাইপর্বের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। মাত্র ৯৬ রানে নামিবিয়াকে গুটিয়ে দেয়ার পর লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৭ রানের। আর তা সহজেই টপকে যায় লঙ্দকানরা, দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান করেন ভানুকা রাজাপাকসে। আর আভিস্কা ফার্নান্দো করেন ৩০ রান। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় শ্রীলঙ্কা। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। প্রথম ৫ ওভারে মাত্র ২১ রান তুলতে পারে তারা, ২৯ রান তুলতেই হারায় ২ উইকেট।

লঙ্কান অফস্পিনার মহেশ থিকশানার শিকার হয়ে দুই ওপেনার স্টিফেন বার্ড (৭) আর জানে গ্রিন (৮) দ্রুতই সাজঘরের পথ ধরেন। এরপর অবশ্য প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ উইলিয়ামস (২৯) আর অধিনায়ক জেরহার্ড ইরাসমাস (২০)।

২ উইকেটেই ৬৮ রান তুলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা দলটি। কিন্তু এরপর ২৮ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা।

ধুঁকতে ধুঁকতে ৯৬ রানে থেমেছে নামিবিয়া। ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন জে স্মিট। নামিবিয়ার ব্যাটসম্যানদের মধ্যে কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি।

মহেশ থিকশানা ২৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার লাহিরু কুমারা আর হাসারাঙ্গা ডি সিলভার।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের