শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

লক্ষ্য ১২৫: সৌম্য-শান্তের ব্যর্থতা পর লিটনদের লড়াই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১১, ৮ জুন ২০২৪

Google News
লক্ষ্য ১২৫: সৌম্য-শান্তের ব্যর্থতা পর লিটনদের লড়াই

লক্ষ্য ১২৫, অর্থাৎ ওভারপ্রতি ৬ করে নিলেই চলছে। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই সৌম্য সরকার এমনভাবে ব্যাট ঘুরালেন যেন বল প্রতিই ৬ লাগছে তাঁর। সে যাত্রা এলবিডাব্লিউর হাত থেকে বেঁচে গেলেও পরের বলেই আবার তুলে মারতে চাইলেন। মিড উইকেটে হাসারাঙ্গা বুঝে নিলেন ক্যাচ।

পরের ওভারে নুয়ান তুসারার বল তো বুঝতেই পারলেন না তানজিদ হাসান তামিম। ড্রাইভ করতে চাইলেন, কিন্তু বল সুইং করে ভেতরে ঢুলে ভেঙে দিল স্টাম্প। ৬ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ। তাড়া করতে নেমে মোটেও আদর্শ শুরু নয়।

তুসারাকেই ড্রাইভ করতে গিয়ে পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে আউট হওয়ার আগে ৭ রান করলেও কোনো চার বা ছক্কা মারতে পারেননি শান্ত।

২৮রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তখন কাপছিল।  এ অবস্থায় লিটন দাস ও তাওহিদ হৃদয় হাল ধরেছেন। লিটন মাঝে আগ্রাসী ব্যাট করে প্রতিপক্ষ বোলারদের দাপট কমিয়েছেন। পরে রান তোলার গতি কমিয়েছেন। অন্যপ্রান্তে হৃদয় সাবলীল ব্যাট করছেন।

১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৪। ২৬ বলে ২৫ রান লিটনের। ১৩ বলে ২০ রানে অপরাজিত আছেন হৃদয়।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের