
একেই বলে মরা উইকেট। যে দক্ষিণ আফ্রিকা টি-২০ ফরম্যাটে বলেকয়ে রান উৎসব করে, তাদের ১০০ করতেই যায় যায় অবস্থা। তাও আবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে।
শেষ পর্যন্ত ১০০ পার করে জয়ের গন্তব্যে পা রাখলেও প্রোটিয়াদের বুকে যে কাঁপন ধরাতে পেরেছে ডাচরা, সেটাও কম কীসে।
শনিবার নিউইয়র্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে মহাবিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যাওয়া দলটিতে হারের শঙ্কাও জেঁকে বসে একপর্যায়ে।
ওই শঙ্কা তাড়িয়ে ৭ বল হাতে রেখে ম্যাচটা ৪ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত ৫৯ রান করে ম্যাচসেরা হন ডেভিড মিলার। এই জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে বড় জয় পেয়েছে তারা।
এর আগে ডাচদের হয়ে ৪৫ বলে ৪০ রান করেন সাইব্রান্ড এংগেলব্রেচট। এছাড়া ফন ডি বিক ২৩ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার ওটনেইল বার্টমান ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন ও এনরিখ নরকিয়া। ডাচদের হয়ে ভিভিয়ান কিংমা ও ফন ডি বিক দুটি করে উইকেট নেন।
রেডিওটুডে নিউজ/আনাম