বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

Radio Today News

এবারও ছাদখোলা বাসে সাফজয়ীদের বরণ করবে বাফুফে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৮, ৩১ অক্টোবর ২০২৪

Google News
এবারও ছাদখোলা বাসে সাফজয়ীদের বরণ করবে বাফুফে

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য সানজিদা আক্তার ফেসবুকে ছাদখোলা বাসে রাজধানী প্রদক্ষিণের আকুতি জানিয়েছিলেন। এরপর তাৎক্ষণিকভাবে মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছিল তৎকালীন সরকার। এবারও তাদেরকে একইভাবে বরণ করা হবে।

আজ বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দেয় সাবিনা আক্তারের দল। গোল দুটি করেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ফাইনালের আগে সানজিদা আবারও ফেসবুকে পোস্ট দিয়ে ছাদখোলা বাসের কথা মনে করিযে দেন। এরপর বাফুফের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়, এবারও মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরছে চ্যাম্পিয়ন মেয়েরা। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করবেন। সেখান থেকে ছাদখোলা বাসে করে সাবিনাদের নিয়ে আসা হবে বাফুফে ভবনে। সেখানে মেয়েদের সঙ্গে সাক্ষাত করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব খবরটি নিশ্চিত করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের