ক্রিকেটের তিন সংস্করণ থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধুমাত্র টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। ভবিষ্যতে আন্তর্জাতিক কোচ হতে চান এই দুই ক্রিকেটার। এমন ইচ্ছের কথা নতুন বিসিবি সভাপতি আমিনল ইসলাম বুলবুলকে জানিয়েছেন তারা।
শনিবার (১ জুন) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে (বিএসজেএ) আসেন নতুন বিসিবি সভাপতি। এ সময় তিনি বলেন, ‘আমি বিসিবিতে যোগ দেওয়ার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়।’
২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি।
মাহমুদউল্লাহর মতো মুশফিকেরও শেষ ওয়ানডে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে। শেষ টি–টোয়েন্টি ২০২২ সালের সেপ্টেম্বরে। তবে টেস্ট ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এখনও ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই দুই ক্রিকেটার।
রেডিওটুডে নিউজ/আনাম

