মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

স্থল নিম্নচাপে উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্ক সংকেত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ১৫ জুলাই ২০২৫

Google News
স্থল নিম্নচাপে উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের দক্ষিণ–পশ্চিম উপকূলীয় অঞ্চলে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং সমুদ্র এখন অত্যন্ত উত্তাল।

পটুয়াখালীর কুয়াকাটা উপকূল ঘেঁষা বঙ্গোপসাগরে দেখা দিয়েছে বড় ঢেউ। এসব ঢেউ তীব্রভাবে তীরে আছড়ে পড়ছে। জেলার নদী ও নদীনালা গুলোর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে জনজীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। উপকূলীয় চরাঞ্চলে বসবাসরত মানুষজনের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপের কারণে উপকূলীয় ১৩টি জেলায় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার এবং পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ঝালকাঠি, বাগেরহাট ও পিরোজপুর জেলাগুলোতে নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তাল সমুদ্র ও ঝড়ো হাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের