দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা, শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা, শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:০০, ৯ নভেম্বর ২০২৫

Google News
দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা, শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, অন্তত সপ্তাহখানেক পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে।

নেই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আগামী কিছুদিন আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা এখন ধীরে ধীরে কমবে। আগামী ১৬ বা ১৭ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে।’

এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭.১ ডিগ্রি।

ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩১.৫ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের