রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

সুদান থেকে জেদ্দা হয়ে আরও ২৩৯ প্রবাসী দেশে ফিরলেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৪, ১২ মে ২০২৩

Google News
সুদান থেকে জেদ্দা হয়ে আরও ২৩৯ প্রবাসী দেশে ফিরলেন

সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফেরত এসেছেন আরও ২৩৯ বাংলাদেশি। আজ শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান থেকে বাংলাদেশি ফেরত এলেন।

বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় সংঘাতপূর্ণ সুদান থেকে এসব প্রবাসী বাংলাদেশি জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

একইভাবে সুদান থেকে জেদ্দা হয়ে ৮ মে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশি বিমানের ফ্লাইটে দেশে ফিরেছিলেন।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের