রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১০, ১৮ মে ২০২৩

Google News
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সৌদি আরবের রিয়াদের আল কাছিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম মিলন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে। এবং তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। তার মা নুরজাহান বেগম একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছেন শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালে কাজের সন্ধানে সৌদি আরবে যান তিনি। গতকাল বুধবার সৌদি আরবে রিয়াদের আল কাছিম হাইওয়েতে দুর্ঘটনায় শিকার হন। এর পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের