শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

সুদান থেকে দেশে ফিরলেন আরও ৭২১ বাংলাদেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৯, ১৮ মে ২০২৩

Google News
সুদান থেকে দেশে ফিরলেন আরও ৭২১ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেছেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে আরও ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। আরও ১৬০ জন দেশে ফেরার জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেহেলী সাবরীন বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে জেদ্দায় আনা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।

এর আগে, গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের