মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫,

১৭ আষাঢ় ১৪৩২

Radio Today News

 মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রবাসী দম্পতির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ২৯ ডিসেম্বর ২০২৪

Google News
 মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রবাসী দম্পতির

অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রে সৈকতে ঘুরতে গিয়েছিলেন শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। সঙ্গে ছিল তাদের শিশু কন্যা সিয়ানা । ইউরোপে চলছে বড়দিন উপলক্ষে লম্বা ছুটি ।  অস্ট্রেলিয়ার পার্থে  বসবাস করেন তারা। হঠাৎ লক্ষ্য করেন সমুদ্রের জোয়ার ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাদের কন্যা সিয়ানাকে। অমনি বাবা শহিদুল হাসান স্বপন এবং মা সাবরিনা আহমেদ পাপড়ি ঝাঁপিয়ে পড়েন গভীর সমুদ্রে। তারা তাদের কন্যাকে উদ্ধার করতে পারলেও নিজেদের রক্ষা করতে পারেননি।

সমুদ্র থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত দম্পতির মরদেহ এখনও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ রোববার তাদের মরদেহ হস্তান্তরের কথা আছে।

শহিদুল হাসান স্বপন পার্থের কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করার পর একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এই দম্পতি খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থী। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের