শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভারতের বরেণ্য সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩

Google News
ভারতের বরেণ্য সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার

পদ্মভূষণ জয়ী ভারতের বরেণ্য সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার চেন্নাইয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে তামিল নাড়ু পুলিশ। তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

ভারতীয় সংস্থা এএনআই জানায়, চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বাণী জয়রামকে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

গত মাসেই ভারত সরকার পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসাবে পরিচিত এই গায়িকাকে। রাষ্ট্রিয় এই সম্মাননার মাস খানেক পরই চিরবিদায় নিলেন তিনি। 

বাণী জয়রামের জন্ম তামিল নাড়ুর ভেলোরের এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন শিল্পী। জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী।

তার গাওয়া জয়া বাচ্চনের লিপে  ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়। হেমা মালিনী অভিনীত গুলজারের ‘মীরা’ ছবির সব গানে কন্ঠ দিয়েছিলেন তিনি। সুর ছিল রবি শঙ্করের। বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে গান করেছেন জয়রাম। গেয়েছেন বাংলা গানও। বাণী জয়রাম আধুনিক বাংলা গান গেয়েছিলেন ।   শেষ বয়সে প্রচারের অন্তরারেই দিন কেটেছে প্রায় ১৯টি ভাষায় গান গাওয়া বাণী জয়রামের।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের