
পটুয়াখালীতে ছয় হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার পশ্চিম হেতালিয়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিথী খাতুন (৩১), মিজানুর রহমান সাগর আকন (৪০), গফফার হাং (৩২) ও বশির হোসেন (৪২)। এদের মধ্যে বিথী ও বশির সম্পর্কে স্বামী-স্ত্রী।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান দুটি মাদক মামলায় ২৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ জানায়, বিথী খাতুন পশ্চিম হেতালিয়া এলাকার একটি বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা করেছেন বলে খবর আসে। এরই প্রেক্ষিতে পুলিশের একটি দল বিথীর বাসায় অভিযান চালায়। এসময় একটি তালবদ্ধ ওয়ারড্রব থেকে ২ হাজার ২০ পিস এবং ঘরে অবস্থানরত বাকিদের কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
এমএমএস