সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ৩০ জুন ২০২১

Google News
নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন প্রবীণ এই অভিনেতা। তার ফুসফুসে সংক্রমণ পাওয়া যায়। এরপরই তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভারতের আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

নাসিরুদ্দিন শাহ’র সহকারী জানিয়েছেন, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।

গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তাঁর ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তবে হাসপাতালে ভর্তির বিষয়টি আজ সকালে গণমাধ্যমের সামনে আসে। এর আগে অনেকবার নাসিরুদ্দিন শাহর অসুস্থ হওয়ার গুজব ছড়িয়েছিল।

৭০ বছর বয়সী নাসিরুদ্দিন শাহ মূলধারার হিন্দি চলচ্চিত্র এবং আর্ট ফিল্ম-দুই ধরনের চলচ্চিত্রেই তিনি অত্যন্ত সফল একজন অভিনেতা।

কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি। এরমধ্যে রয়েছে ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৩টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ভল্পি কাপ। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে। বড় পর্দার পাশাপাশি থিয়েটারেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের