শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বনানীর ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৩২, ২১ আগস্ট ২০২১

আপডেট: ১৮:২৭, ২১ আগস্ট ২০২১

Google News
বনানীর ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিনতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৯টা ১০ মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর বনানী ফায়ার স্টেশন থেকে ১০টা ১৪ মিনিটে ৪টি ইউনিট সেখানে পৌঁছায়। এবং পালাক্রমে তেঁজগাও ও কুর্মিটোলা স্টেশন থেকে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

সরেজমিনে দেখা গেছে, প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রেডিওটুডে নিউজ/এসএস/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের