শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাধারণ মানুষ কষ্ট পায় এমন ব্যবসা করতে হবে কেনঃ বাণিজ্যমন্ত্রী

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৭ মার্চ ২০২৩

আপডেট: ২০:৫১, ১৭ মার্চ ২০২৩

Google News
সাধারণ মানুষ কষ্ট পায় এমন ব্যবসা করতে হবে কেনঃ বাণিজ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সাধারণ মানুষ কষ্ট পায় এমন ব্যবসা করতে হবে কেন প্রশ্ন রেখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, "রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে হবে? আর কেন ব্যবসায়ীদের সিন্ডিকেট করতে হবে? প্রধানমন্ত্রী রমজান মাসে ব্যবসায়ীদেরকে অন্যান্য সময়ে যেমন ব্যবসা করেন, তেমন ব্যবসা করতে নির্দেশ দিয়েছেন। মধ্যসত্বভোগী সিন্ডিকেট ব্যবসায়ীরা মজুত করতে যেন না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।"

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে আজ শুক্রবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত ‘ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করেছে
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেজ প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।  

টিপু মুন্সী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বছরের অন্যান্য সময়ের মতো সীমিত ব্যবসা করবেন রমজানে। অতিরিক্ত মূল্যে বিক্রি করা অন্যায়। অনেকেই আছেন যারা এক দুই মাসের খাবার একসঙ্গে কিনে থাকেন। এটা করাও ঠিক নয়। এতে কৃতিম সংকট তৈরি হয়।"

তিনি আরও বলেন, "পাঁচ কোটি মানুষকে আমরা সাশ্রয়ী মূল্যে খাদ্য দিচ্ছি। রমজানে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। পর্যাপ্ত খাদ্য মজুত আছে। কেউ অতিরিক্ত খাদ্য পণ্য কিনবেন না। যারা সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আকতার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয় এর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ বক্তব্য দেন। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের