শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

শেয়ারবাজারে লেনদেনে সূচকের উত্থান অব্যাহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২১

Google News
শেয়ারবাজারে লেনদেনে সূচকের উত্থান অব্যাহত

ফাইল ছবি

গত সপ্তাহের মতো চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের বড় উত্থানের মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। একইসঙ্গে লেনদেনের গতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) প্রথম দেড় ঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৬০ পয়েন্ট বেড়ে গেছে। লেনদেন হয়েছে প্রায় হাজার কোটি টাকার বেশি।

পাশাপাশি দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে মূল্যসূচক।

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্টের উপরে বেড়ে যায়।

এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই শেয়ারবাজারে বড় উত্থান হয়। এতে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ২২ কোটি ৬০৩ কোটি টাকা। আর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বাড়ে ২৭৭ দশমিক ৬৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের