বুধবার,

০৯ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

Radio Today News

বেস্ট হোল্ডিংসের বিডিং শুরু আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ২০ নভেম্বর ২০২৩

Google News
বেস্ট হোল্ডিংসের বিডিং শুরু আজ

পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। এরই ধরাবাহিকতায় কোম্পানিটির শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাট-অব প্রাইস) নির্ধারণে বিডিং শুরু হচ্ছে।

ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিডিং শুরু হবে, যা চলবে ২৩ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে গত ১০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বেস্ট হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা তুলবে। বেস্ট হোল্ডিংসের প্রজেক্টগুলোর মধ্যে আছে—লা মেরিডিয়ান, বেস্ট হোটেল লিমিটেড, ধামসোর ইকোনমিক জোন লিমিটেড প্রভৃতি। এসব টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, মেশিনারিজ এবং ইক্যুইপমেন্ট প্রকিউরমেন্ট ফর লাক্সারি কালেকশন, বিদ্যমান দায় এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০২৩ সালের ৩০ শে জুনের আর্থিক বিবরণী অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ৫৬.৩৪ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩২.২৬ টাকা। শেয়ার প্রতি আয় ১.২৪ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ০.৯৫ টাকা।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের