সোমবার,

১৬ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

সোমবার,

১৬ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

Radio Today News

প্রগ্রেসিভ লাইফের নতুন সিইও নিয়োগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫০, ২ এপ্রিল ২০২৪

Google News
প্রগ্রেসিভ লাইফের নতুন সিইও নিয়োগ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ সাইদুল আমিন। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে মুহাম্মদ সাইদুল আমিনকে অনুমোদন দিয়েছে। গত ১৪ মার্চ থেকে তার নিয়োগ কার্যকর করা হয়েছে।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১০০৬ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৮টি। এর মধ্যে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮.৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০.৪৩ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের