শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আলু সংরক্ষণে কেজিকে গুনতে হবে ৮ টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
আলু সংরক্ষণে কেজিকে গুনতে হবে ৮ টাকা

চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার পুরানা পল্টনে অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু সাংবাদিকদের জানান, ২০২৫ সালে খরচ বিবেচনায় নিয়ে কেজি প্রতি ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৮ টাকা কেজি প্রতি ভাড়া নির্ধারণের যৌক্তিকতা যাচাই করার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, গত বছরের তুলনায় এবার ৪০ শতাংশ বেশি আলু চাষ হয়েছে। কোনো অবস্থায় আলুর দাম ৪০ টাকা কেজির উপরে ওঠার সম্ভাবনা নেই।

মোস্তফা আজাদ বলেন, ব্যাংক ঋণের সুদহার বেড়ে গেছে। বিদ্যুতের খরচ হিসেব করলে ৭ টাকার মতোই খরচ হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের