বাংলাবান্ধা দিয়ে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বাংলাবান্ধা দিয়ে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০০, ১৮ এপ্রিল ২০২৫

Google News
বাংলাবান্ধা দিয়ে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি 

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নতুন করে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা হয়ে ভারতের ফুলবাড়ি সীমান্ত অতিক্রম করে কয়েকটি ট্রাকে এসব আলু নেপালে পাঠানো হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল একই বন্দর দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। এ নিয়ে চলতি মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে উন্নত মানের আলু সংগ্রহ করে পরীক্ষার পর রপ্তানি করা হচ্ছে। রপ্তানিকাজে অংশ নিয়েছে—থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ এবং ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ নামের প্রতিষ্ঠানগুলো।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “এই বন্দর দিয়ে নিয়মিত নানা পণ্য আমদানি-রফতানি হয়। নতুন পণ্য হিসেবে আলু রপ্তানিতে যুক্ত হওয়ায় কৃষক, ব্যবসায়ী এবং সরকার—সবাই উপকৃত হচ্ছেন।”

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের