শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

টেকনো ড্রাগসের আইপিও শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০২, ৯ জুন ২০২৪

Google News
টেকনো ড্রাগসের আইপিও শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা দেশের বিশেষায়িত ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও চাঁদা গ্রহণ রোববার (৯ জুন) থেকে শুরু হয়েছে। এ আবেদন গ্রহণ চলবে বৃহস্পতিবার (১৩ জুন) পর্যন্ত। পুঁজিবাজার তালিকাভুক্তির লক্ষ্যে আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা দেশের বিশেষায়িত ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও চাঁদা গ্রহণ রোববার (৯ জুন) থেকে শুরু হয়েছে। এ আবেদন গ্রহণ চলবে বৃহস্পতিবার (১৩ জুন) পর্যন্ত। পুঁজিবাজার তালিকাভুক্তির লক্ষ্যে আলোচ্য সময়ের মধ্যে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, টেকনো ড্রাগস কোম্পানিটি বাংলাদেশের ওষুধের বাজারে এক অনন্য নাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোম্পানিটি বাংলাদেশের বাজারে দুষ্পাপ্য ও অতি প্রয়োজনীয় বা বিশেষায়িত ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছে। সাম্প্রতিককালে বাংলাদেশ মাতৃ মৃত্যুহার কমানো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ সুনাম অর্জন করেছে। আর সেটি অর্জনে টেকনো ড্রাগস সহায়ক ভূমিকা রেখেছে। কারণ বাংলাদেশ সরকার জন্মনিরোধকসহ যেসব অতীব প্রয়োজনীয় ওষুধ কিনে থাকে, তার সিংহভাগই উৎপাদন ও সরবরাহ করে থাকে টেকনো ড্রাগস লিমিটেড। এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে ২৪ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। নিলামে টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস (প্রান্তঃসীমা মূল্য) নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। তবে আইপিও আবেদনে ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকা করে সাধারণ শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। 

গত ৭ মার্চ আইপিও মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় কোম্পানিটি। এর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিও থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের