
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৩২তম ব্যাটালিয়ন হালদারপাড়া সীমান্তবর্তী এলাকায় গত মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
আত্মরক্ষমূলক পদক্ষেপে একজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন। বাকিরা পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে একটি কাটার এবং চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন রাত আনুমানিক ১২টা ১০ মিনিট নাগাদ ৪-৫ জনকে একসাথে বাংলাদেশের দিক থেকে নদী পার হয়ে ভারতীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যায়। তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের থামতে বলেন। তারা সতর্কবার্তা উপেক্ষা করে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি পিএজি থেকে এক রাউন্ড গুলি বাতাসে ছোড়া হয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে অন্য একজন জওয়ান তার সহকর্মীকে রক্ষার জন্য তার ইনসাস রাইফেল থেকে এক রাউন্ড গুলি চালায়। এসময় একজনের তলপেটে গুলি লাগে এবং সে ঘটনাস্থলে পড়ে যায়। এরপরই অন্যরা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পালিয়ে যান।
গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কৃষ্ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি ব্যবস্থা নিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ এবং উদ্ধারকৃত জিনিসপত্র কৃষ্ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম